মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যাডভোকেসী সভা

0
84

মেহের মামুন (মুকসুদপুর) গোপালগঞ্জ সংবাদদাতা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১১ এপ্রিল ) সকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ইনজুরি প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা নিয়ে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
সভার সমন্বয়কারী ছিলেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. রায়হান ইসলাম শোভন। কো-অর্ডিনেটর ছিলেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দ্বীপ সাহা এবং ডা. নিপু বিশ্বাস। সভায় রাজনৈকি ব্যাক্তি, সাংবাদিক, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মসজিদের ইমাম, হিন্দু সম্প্রদায়ের পুরোহীত এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় সাপে কাটা রুগী, কুকুর, বিড়ালে কামড়ানো রুগী, কৃষি ক্ষেতে কিটনাষক ছিটানোর সময় বিষক্রীয়ায় আক্রন্ত রোগীসহ বিভিন্ন রোগের ইনজুরি ও প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে আলোচনা করা হয়।