সিআইএ’র প্রথম নারী পরিচালক জিনা হ্যাসপল

0
108

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ‌(সিআইএ) প্রথম নারী পরিচালক হিসেবে দেশটির সিনেটের অনুমোদন পেয়েছেন জিনা হ্যাসপল। স্থানীয় সময় বৃহস্পতিবার ৫৪-৪৫ ভোটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত হ্যাসপেলকেই নিশ্চিত করেছেন সিনেট সদস্যরা। যদিও নিউইয়র্কের টুইন টাওয়ারে হামলা-পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদ কর্মসূচিতে তার ভূমিকা বিতর্কের জন্ম দিয়েছিল।

মাইক পম্পেও সিআইএ প্রধানের দায়িত্ব পালতরত অবস্থায় পররাষ্ট্রমন্ত্রী হলে সম্প্রতি পদটি খালি হয়।

৬১ বছর বয়সী হ্যাসপলের তিন দশকের ক্যারিয়ারের একটি বড় অংশ কেটেছে আন্ডার কাভার এজেন্ট হিসেবে। ৯/১১ হামলার পর ২০০২ সালে তাকে থাইল্যান্ডে সিআইএর এক বন্দিশিবিরের দায়িত্ব দেওয়া হয়। ওই বন্দিশিবিরে ওয়াটারবোর্ডিংয়ের (কাপড়ে মুখ বেঁধে পানি ঢালা, যাতে বন্দির ডুবে যাওয়ার অনুভূতি হয়) মত বিতর্কিত পদ্ধতি প্রয়োগ করে নির্যাতনের অভিযোগ রয়েছে।

বিরোধী দলে থাকা ডেমোক্র্যাটদের পাশাপাশি ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির কয়েকজন সিনেটরও হ্যাসপলের ভূমিকা নিয়ে সমালোচনা করে আসছিলেন।

রিপাবলিক সিনেটর জন ম্যাককেইন ভিয়েতনাম যুদ্ধের সময় সে দেশের কারাগারে পাঁচ বছর বন্দি থাকা অবস্থায় নির্যাতনের শিকার হয়েছিলেন। তিনি আগেই জানিয়েছিলেন, সিআইএ পরিচালক পদে তার সমর্থন হ্যাসপল পাবেন না। তবে মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত ম্যাককেইন বৃহস্পতিবারের ভোটাভুটিতে উপস্থিত ছিলেন না। ডেমোক্রেটিক পার্টির ছয়জন সিনেটর দলের অবস্থানের বাইরে গিয়েই হ্যাসপলের মনোনয়নের পক্ষে ভোট দেন। এই ডেমোক্রেটদের সমর্থন না পেলে হ্যাসপলের নিয়োগ নিশ্চিত হত না।