অতিরিক্ত শপিংয়ের অভিযোগে মারিশাসের প্রেসিডেন্টের পদত্যাগ

0
158

আন্তর্জাতিক ডেস্ক : আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন আফ্রিকার দেশ মারিশাসের প্রেসিডেন্ট আমিনা গুরিব ফাকিম। শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

তাই আইনজীবি ইউসুফ মোহাম্মদ বলেন, জাতীয় স্বার্থে তিনি পদত্যাগ করেছেন। এর আগে তার বিরুদ্ধে একটি আন্তুর্জাতিক বেসরকারী সংস্থার ইস্যু করা ক্রেডিট কার্ড ব্যবহার করে পোশাক ও অলংকার ক্রয়ের অভিযোগ আনা হয়। তবে তিনি যে কোন প্রকার আর্থিক অসদাচরণের কথা অস্বীকার করেছেন। ২০১৫ সালে রসায়নের অধ্যাপক গুরিব ফাকিম আফ্রিকার একমাত্র নারী রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

দেশটির স্থানীয় গণমাধ্যম এল এক্সপ্রেস জানায়, গুরিব দায়িত্বরত থাকাকালীন ইতালি ও দুবাই থেকে অনেকবার শপিং করেছেন, শপিংয়ে তিনি লন্ডন ভিত্তিক এনজিও ‘প্ল্যানেট আর্থ ইনস্টিউট’ এর দেয়া ক্রেডিট কার্ড ব্যবহার করেছেন। শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ও স্কলারশীপ এর জন্য কাজ করা এই এনজিওটির প্রতিষ্ঠাতা অ্যাঙ্গোলার ধনকুবের আলভারে সোবরিনহোর বিরুদ্ধেও আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। ডিডব্লিউ।