মিষ্টি খাওয়ার জন্য মানুষ ভ্রমণ করে সুইডেন!

0
175

অনলাইন ডেস্ক : অভিনব হলেও সত্যি যে মিষ্টি জাতীয় খাওয়ার জন্যে ভিন্ন দেশে পাড়ি দেন কেউ কেউ। যেন এই কারনেই ইউরোপের দেশ নড়ওয়ের মানুষ ভ্রমণ করেন পাশের দেশ সুইডেনে, যা এ বছর আরো বেড়েছে।

সামনের মাসেই যুক্তরাজ্যে প্রথমবারের মতো চিনি ব্যবহার করা হয় এমন ধরনের পানির ওপর কর আরোপ করতে যাচ্ছে দেশটির সরকার। উদ্দেশ্য দেশের মানুষের স্থুলতা অর্থাৎ মুটিয়ে যাওয়া নিয়ন্ত্রণ এবং সে জন্য খাবার পানির সংযত করার চেষ্টা।

তবে ব্রিটেনে এই কর আরোপের বিষয়টি নতুন হলেও ঠিক এই কারণেই নরওয়েতে চীনের ওপর কর আরোপ বসানো হয় ১৯২২ সালে। আর এ বছর কর আরো বাড়ানো হয়েছে। কিন্তু নরওয়ের প্রতিবেশী দেশ সুইডেনে চিনির ওপরে টেক্স নেই।

ফলে চিনি ও মিষ্টি জাতিয় খাবার খেতে পছন্দ করেন এমন নরওয়েনদের ভ্রমণ গন্তব্যের মধ্যে সুইডেন অত্যন্ত জনপ্রিয়। আর সুইডেনের বাজারে মিষ্টির দোকানগুলোতে গেলে দেখা যাবে সেখানকার ক্রেতাদের বড় একটি অংশটি নরওয়ে থেকেই এসেছে।

স্থানীয় দোকানদারেরা তাদের মজা করে সুইটস স্মাগলার বলে ডাকে। সূত্র: বিবিসি বাংলা রেডিও