এক বছর আগে মেয়েকে হারিয়ে দায়িত্ব নিয়েছেন ৪৫ মেয়ের

0
108

অনলাইন ডেস্ক : মানুষটি ভারতের কর্ণাটকের একটি বিদ্যালয়ে চাকরি করেন সামান্য একজন কেরাণী হিসেবে। ৪৫ জন কলেজ পড়ুয়া ছাত্রীর পড়াশোনার সকল খরচ একাই বহন করছেন তিনি!

মহৎ হৃদয়ের এই মানুষটির নাম বাসবরাজ। কর্ণাটকের কলাবুরাগি জেলায় একমাত্র মেয়ের স্মৃতি বুকে নিয়ে বাস করেন তিনি। তার মেয়ের মৃত্যু হয়েছে গত বছর! তার মেয়ের নাম ছিল ধনেশ্বরী! মাত্র ১৭ বছর বয়সে সে অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করে!

বাসবরাজের কাছ থেকে পড়াশুনার খরচ পাওয়া এমপিএইচএস সরকারি বিদ্যালয়ের ফাতিমা নামে এক ছাত্রী এ ব্যাপারে সংবাদমাধ্যমকে বলে, ‘আমি গরিব ঘরের সন্তান। আমার বাবা-মা পড়াশুনার খরচ চালাতে পারেন না। বাসবরাজ স্যার তার মেয়ের স্মৃতির স্মরণে আমাকে সহায়তা করেন। আমি পড়াশুনা চালিয়ে যেতে পারছি। আমি দোয়া করি যেন বাসবরাজ স্যারের মেয়ে শান্তিতে থাকেন পরকালে।’

বাসবরাজের মেয়েটিও এই বিদ্যালয়ে পড়াশুনা করতো। বাসবরাজ বিদ্যালয়টিতে ১০ হাজার টাকাও দান করেছে গরিব শিক্ষার্থীদের সহায়তায় একটি তহবিল গঠন করার জন্য। তিনি মেয়ের স্মৃতিতে একটি ট্রাস্ট গঠন করতে চাচ্ছেন।