জাসদের মনোনয়নপত্র বিক্রি শুরু

0
339

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। দলের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মনোনয়নপত্র কিনে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার বেলা ১১টায় মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। মনোনয়নপত্র কিনতে ভিড় করেন দলের মনোনয়নপ্রত্যাশীরা।

প্রথম দিনে মনোনয়নপত্র কিনেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।তিনি নির্বাচনী এলাকা কুষ্টিয়া ২ আসন থেকে নির্বাচন করতে ফরম কিনেছেন।

প্রথম দিন সাধারণ সম্পাদক শিরিন আক্তার, কার্যকরী সদস্য রবিউল আলম, ঢাকা-১৪ আসনের জন্য নুরুল আক্তারসহ একাধিক আসনের জাসদ প্রার্থীরা মনোনয় ফরম ক্রয় করেন। ফরমের মূল্য রাখা হয়েছে ২ হাজার টাকা।

এর মাধ্যমে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরীক দল জাসদ আজ থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে।