ড্যানিশদের রুখে দিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক

0
143

স্পোর্টস ডেস্ক: গ্রুপ ‘সি’র গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিলো অস্ট্রেলিয়া ও ডেনমার্ক। সামারা এরিনায় এ ম্যাচে দ্বিতীয় রাউন্ডে উঠার লক্ষ্য নিয়ে খেলতে নামা দল দুটি ১-১ গোলে ড্র করেছে।

আজ বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচের শুরুতেই বিপক্ষে ডেনমার্ককে উৎসবে মাতালেন দলের প্রধান তারকা ক্রিস্টিয়ান এরিকসন। ৭ মিনিটের মাথায় বা-পায়ের দুর্দান্ত গোলে এগিয়ে দেন দলকে।

তবে ৩৮ তম মিনিটে পেনাল্টি পেয়ে যায় সকারুসরা। কর্নার থেকে হেড করেছিলেন লেকি। ভিএআর দেখে অস্ট্রেলিয়াকে পেনাল্টি দেন রেফারি। ড্যানিশ উইঙ্গার ইউসুফ পলসেনকে হলুদ কার্ড দেওয়া হয়।

আগের ম্যাচের মতো এবারও স্পট কিক নেন মাইল জেদিনাক। মাঠে থাকা ৪০ হাজার দর্শককে হতাশ করেননি অজি অধিনায়ক।

গেলো ম্যাচে ফ্রান্সের বিপক্ষে একমাত্র গোলটি পেনাল্টি থেকেই করেছিলেন এই তারকা। এবারও ডাইভ দেয়া স্মেইকেলকে ফাঁকি দিয়ে তার নেওয়া কিকে বল গিয়ে জড়ায় জালে। ১-১ এ সমতায় স্বস্তিতে ফেরে অস্ট্রেলিয়া। শেষার্ধে কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।

গ্রুপের প্রথম ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে সকারুদের খেলা সবার প্রশংসা কুড়ায়। কিন্তু দিনের শেষে তাদের হারতে হয়েছিল ২-১ গোলে। অপরদিকে মজবুত রক্ষণের জোরে পেরুকে রুখে দিয়ে ১-০ জয় তুলে নেল ডেনমার্ক।