পুরস্কার জিতলেন হিজাবি বডিবিল্ডার মাজিজিয়া

0
94

শরীর ঢাকা হিজাব পরেই বডিবিল্ডিংয়ের চর্চা করেন ভারতের মাজিজিয়া বানু। তবে শুধু চর্চাই নয়, তিনি হিজাব পরেই বেশ কিছু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। সম্প্রতি ভারতের কেরালা রাজ্যের নারীদের মধ্যে সেরা বডিবিল্ডারের পুরস্কারও জিতেছেন।

হঠাৎ এই নারীকে দেখলে কেউ বুঝতে পারবেন না যে তিনি পেশাগতভাবে একজন বডিবিল্ডার। ভারতের কেরালায় জন্ম নিয়েছেন ২৩ বছর বয়সী মাজিজিয়া। গত ২৫ ফেব্রুয়ারি বডিবিল্ডিংয়ে তিনি কেরালার নারীদের মধ্যে সেরা হয়েছেন।

দন্ত চিকিৎসায় পড়াশোনা করা এই নারী ইতিমধ্যে ভারোত্তোলনে বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছেন।

মাজিজিয়া বলেন, যখন আমি বডিবিল্ডিং প্রতিযোগিতায় সেরা হয়েছি, তখন নিজের একটি অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে।

তিনি বলেন, আমি দুর্ঘটনাবশতই পুরস্কারটি পেয়েছি। আমার বাগদত্তা আমাকে এতে উৎসাহিত করেছেন। প্রথমে আমি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলাম। কারণ ভেবেছিলাম, এতে আমার শরীর প্রদর্শন হতে পারে।

মাজিজিয়া বলেন, কিন্তু আমার স্বামী আমাকে মিসরের হিজাব পরা নারীদের আলোকচিত্র দেখিয়ে বলল, আমিও এভাবে এগিয়ে যেতে পারি।

প্রশিক্ষক শামাজ বলেন, তিনি একজন পুরুষের মতোই প্রশিক্ষণ নিয়েছেন। তাকে যেভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছে, ছেলেদেরও এতটা দেয়া হয় না। এখানে হিজাব পরে শরীরচর্চার ঘটনা একেবারে বিরল নয়। কিন্তু মাজিজিয়া তার সমস্যাগুলো জয় করতে পেরেছেন।

হিজাব বিষয়ে মাজিজিয়া বলেন, হিজাব পরতে আমার ভালো লাগে। আবার আমার যা করতে ইচ্ছা করে, আমি সেটিই করি।

বেশ কিছু পুরস্কার বিজয়ী মাজিজিয়াকে কেরালার পাউয়ারলিফটিং অ্যাসোসিয়েশন তিনবার রাজ্যের সবচেয়ে শক্তিশালী নারী হিসেবে পুরস্কার দিয়েছে।