‘বঙ্গবন্ধুর বিরুদ্ধে পাকিস্তানের গোয়েন্দা রিপোর্ট প্রকাশ হবে’

0
91

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মজীবনী ও কারাগারের রোজনামচা আমরা প্রকাশ করেছি। এখন বঙ্গবন্ধুকে নিয়ে ১৯৪৭ সাল থেকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার যে রিপোর্ট রয়েছে তার ৪৭টি ফাইল আমাদের কাছে আছে। এটা আমরা প্রকাশ করবো। হাজার হাজার পাতার সেই ফাইল একটা ইতিহাস।’

শুক্রবার (৬ জুলাই) আওয়ামী লীগের যৌথসভায় তিনি একথা জানান।

বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের নবনিনির্মত কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এই ফাইলগুলোর ৩০ থেকে ৪০ হাজার পাতা হবে। সেখান থেকে বেছে ৯ হাজার পাতায় আনা হয়েছে। ১৪টি ভলিউমে এগুলো প্রকাশ করা হবে। প্রথম ভলিউমের কাজ এখন শেষ পর্যায়ে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর বিরুদ্ধে পাকিস্তান গোয়েন্দা সংস্থার রিপোর্ট পড়লেই বাংলাদেশের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের কথা জানা যাবে, বঙ্গবন্ধুর অবদানের কথাও জানা যাবে। এতো বড় গোয়েন্দা রিপোর্ট পৃথিবীর অন্য কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে দেওয়া হয়েছে কিনা আমার জানা নেই।’

‘এছাড়া আমরা আগরতলা ষড়যন্ত্র মামলা নিয়ে কাজ শুরু করেছি। আগরতলা মামলার নথিও আমাদের কাছে আছে। আরেকটি লেখা আছে বঙ্গবন্ধুর স্মৃতিকথা। এই লেখাটিও আমরা প্রস্তুত করছি, এটাও প্রকাশ করতে পারবো।’