বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ব্যাট করছে শ্রীলঙ্কা ‘এ’ দল

0
132

নিজস্ব প্রতিবেদক : তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় আন-অফিশিয়াল ওয়ানডেতে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ ‘এ’ দল।

আজ বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা।

লঙ্কান ‘এ’ দলের নেতৃত্বে রয়েছেন দেশটির জাতীয় দলের তারকা অলরাউন্ডার থিসারা পেরারা। অন্যদিকে স্বাগতিক দলের অধিনায়ক মোহাম্মদ মিথুন।

গত মঙ্গলবার প্রথম ম্যাচে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ ওভারে গিয়ে ফলাফল আসে। ওই ম্যাচে ২ রানে জয় পায় মিথুনের দল।

সফরকারী দলে কোনো পরির্বতন না এলেও। এই ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শ্রীলঙ্কা ‘এ’ দল
থিসারা পেরেরা (অধিনায়ক), দাসুন শানাকা (সহ-অধিনায়ক), উপুল থারাঙ্গা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়া, আশান প্রিয়াঞ্জান, সাদিরা সামারাবাবিক্রমা, শাম্মু আশান, মালিন্দা পুষ্পকুমারা, নিশান পেইরিস, শেহান মাদুশঙ্কা।

বাংলাদেশ ‘এ’ দল
সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ মিথুন (অধিনায়ক), জাকির হাসান, আল-আমিন, আরিফুল হক, সানজামুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম।