বৃষ্টিতে জলাবদ্ধতায় দুর্ভোগ

0
134

নিউজ ডেস্ক: গত কয়েকদিনের দাবদাহের পর বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীতে মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। এতে নগরবাসী কিছুটা স্বস্তি পেলেও জলাবদ্ধতার সৃষ্টি হয়ে তা দুর্ভোগে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ভারি বৃষ্টিতে রাজধানীর বেশিভাগ এলাকা পানিতে প্লাবিত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন কর্মমুখী মানুষ। বেশিরভাগ মানুষকে কাকভেজা হয়ে গাড়িতে উঠতে দেখা গেছে। কেউ কেউ এবার পানিতে পড়ে পোশাক পরিবর্তন করতে বাসায় ফিরে যান।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃষ্টিতে রাজধানীর মিরপুর-১, ২, ১০ ও ১২ নম্বর, কালশি, কাজীপড়া, শেওড়াপাড়া, বনানী, শান্তিনগর, মগবাজার, মালিবাগ-মৌচাক, মুগদাসহ রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে কোথাও কোথাও হাঁটু পানি জমে গেছে। এমতাবস্তায় পানিতে কোনো গাড়ি বিকল হয়ে পড়ে থাকতে দেখা যায়। আবার পানির কারণে দীর্ঘক্ষণ যানজটে পড়ে থাকতেও দেখা যায়।

প্রকৃতির এমন নিয়তির সামনে পড়ে অফিসমুখো অনেক পথচারী হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়ে ও জুতা হাতে নিয়ে রাস্তা পার হন। আর যারা যাতায়াতের জন্য রিকশা, অটোরিকশা বা অন্য কোনো যান ব্যবহার করছেন তাদেরকে একটু বেশি ভাড়া গুণতে হচ্ছে।