ভিনগ্রহীদের প্রযুক্তি দিয়ে ক্ষমতাধর অস্ত্র বানাতে চেয়েছিল ব্রিটিশরা!

0
105

অনলাইন ডেস্ক: ভিনগ্রহীদের প্রযুক্তি কাজে লাগিয়ে অত্যাধুনিক অস্ত্র বানাতে ৫০ বছর (১৯৪৭ থেকে ১৯৯৭ পর্যন্ত ) ব্যয় করেছে ব্রিটিশ গুপ্তচররা। সম্প্রতি ব্রিটিশ এয়ার ডিফেন্সের হেফাজতে থাকা ১০০০ পাতার তিনটি ফাইল সামনে এসেছে। ওই ফাইলটিকে বলা হচ্ছে, ‘আনআইডেন্টিফায়েড এরিয়াল ফেনোমেনা।’

ওই গোপন ফাইল থেকেই জানা গেছে, ৫০ বছরের চেষ্টায় ব্রিটিশ গোয়েন্দারা সফলতা না পেলেও, সোভিয়েত ইউনিয়ন ও চীন নাকি সেই লক্ষ্যে সফল হয়েছে। তারা দ্রুতগতির যুদ্ধবিমান বানাচ্ছে। যা উদ্বেগ বাড়িয়েছে ব্রিটিশ সরকারের।

এলিয়েনদের প্রযুক্তি হস্তগত করতে ব্রিটিশ গুপ্তচর সংস্থার দু’টি পৃথক ডেস্ক কাজ করত। ১৯৯৭ পর্যন্ত ব্রিটিশ গুপ্তচরদের ওই ডেস্ক কাজ করেছে। কোনও ভাবে এলিয়েন ‘অপহরণ’ করাই ছিল ওই ডেস্কের কাজ। পরে, ওই ডেস্কের কাজ বন্ধ হয়ে যায়।