লন্ডনের আকাশে উড়বে ‘ট্রাম্প বেলুন’

0
110

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে তিনদিনের সফরে যুক্তরাজ্য সফরে যাবেন। সেই সফর চলাকালে ব্রিটিশ পার্লামেন্টের উপরে আকাশে উড়ানো হবে দৈত্যাকার একটি বেলুন। এই বেলুনটি তৈরি করা হয়েছে ট্রাম্পের চেহারার আদলে।

মার্কিন প্রেসিডেন্টের বর্তমান চেহারা ঠিক রেখে ‘শিশু ট্রাম্প’ হিসেবে তৈরি বেলুনটি উড়ানোর অনুমতি দিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। ৬ মিটার (১৯ ফুট) উচ্চতার কমলা রঙের বেলুনটিতে সেফটিপিন দিয়ে একটি ডায়াপার পরানো রয়েছে।

ট্রাম্পের ব্রিটেন সফরের প্রতিবাদে ডাকা বিক্ষোভের অংশ হিসেবে আন্দোলনকারীদের উদ্যোগে তৈরি করা হয়েছে এই বিশালাকার বেলুন। বেলুনটি নিয়ে লন্ডনে ব্যাপক কৌতুহল তৈরি হয়েছে।

এই বেলুন উড়ানোর আবেদনে ১০ হাজারেরও বেশি মানুষ একটি পিটিশন স্বাক্ষর করেন এবং প্রায় ১ হাজার মানুষ ক্রাউডফান্ডিং প্রচারণায় প্রায় ১৬ হাজার পাউন্ড অর্থ দেন।

শুক্রবার সকালে দুই ঘণ্টার জন্য এই বেলুন উড়ানো হবে। ঠিক সেই সময়টাতেই সেন্ট্রাল লন্ডনে ‘স্টপ ট্রাম্প’ বিক্ষোভ মিছিল হবে।