মুকসুদপুর থানায় আন্তর্জাতিক নারী দিবস পালন

0
30
Exif_JPEG_420

মেহের মামুন, সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ: “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

বুধবার (৮ মার্চ) সন্ধ্যায় থানার আয়োজনে থানা চত্বরে নারী দিবস উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা ও কেক কর্ত্তণ অনুষ্ঠিত হয়।

Exif_JPEG_420

মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন এএসপি আল আমিন নাসের, মুকসুদপুর উপজেলা মহিলা বিষয়ক অফিসার লায়লা রহমান, মুকসুদপুর থানার এস আই আজিজুর রহমান, এস আই মো: মোসলেম উদ্দীন, এএস আই নাসিমা পারভীন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমান।

মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া, জানান, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মুকসুদপুর থানায় কর্মরত নারী পুলিশ সদস্যদের প্রতি সন্মান প্রদর্শনের জন্য এই আয়োজন করা হয়েছ। আশাকরি নারী পুলিশ সদস্যরা আরো বেশি শত:ফুর্ত ভাবে সমানতালে দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করবেন।