মে মাসে আসতে পারে অকুলাস গো

0
118

প্রযুক্তি ডেস্ক : চলতি বছর প্রতিষ্ঠানের এফ৮ সম্মেলনে অকুলাস গো স্ট্যান্ডঅ্যালোন ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর হেডসেট উন্মোচনের পরিকল্পনা করছে ফেইসবুক।

ইতোমধ্যে ফেইসবুক এখন পর্যন্ত এআর/ভিআর নিয়ে “ফেইসবুকের সবচেয়ে বড় খবর” দেওয়ার ঘোষণা দিয়েছে সোশাল জায়ান্ট প্রতিষ্ঠানটি। চলতি বছর মে মাসে এফ৮ আয়োজনে এই ভিআর হেডসেট উন্মোচন করা হতে পারে বলে খবর প্রকাশ করেছে প্রযুক্তি সাইট ভার্জ।

২০১৭ সালের অক্টোবরে ফেইসবুক অধীনস্থ ভিআর হেডসেট নির্মাতা অকুলাস প্রথম তাদের স্ট্যান্ডঅ্যালোন ভিআর হেডসেট উন্মোচন করে। এর দাম রাখা হয়েছিল ১৯৯ ডলার। নতুন অকুলাস গো হেডসেটটি বানাচ্ছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শিয়াওমি। এতে থাকছে স্ন্যাপড্রাগন ৮২১ প্রসেসর। সাম্প্রতিক সময়ে ফাঁস হওয়া তথ্য থেকে ধারণা করা হচ্ছে এর দাম শুরু হবে ১৯৯ ডলার থেকে আর এ দামের হেডসেটটিতে ৩২জিবি স্টোরেজ থাকবে। ৬৪জিবি স্টোরেজে আরও বেশি দামে হেডসেটটির আরেকটি সংস্করণও আনা হতে পারে।

অকুলাস সান্টা ক্রুজ কোডনেইম ব্যবহার করা আরেকটি হেডসেট বানাতেও কাজ করছে। এটিও একটি স্ট্যান্ডঅ্যালোন প্রটোটাইপ, তবে এতে ট্র্যাকিং প্রযুক্তি রাখা হবে।