রাঙ্গিরিতে রঙিন শুরু প্রোটিয়াদের

0
182

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কায় সফরের শুরু দুই ম্যাচের টেস্ট সিরিজ হারে। স্বাগতিক শ্রীলঙ্কার সামনে দাঁড়াতেই পারেনি সফরকারী দক্ষিণ আফ্রিকা। টেস্ট গেলো যেমন-তেমন কিন্তু ওয়ানডে সিরিজে এসে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ দু’দল মুখোমুখি হয় রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক দল।

ব্যাট করতে নেমে শুরুটা যাচ্ছেতাই ছিল লঙ্কানদের। দুই ওপেনার নিরশন ডিকওয়েলা আর উপুল থারাঙ্গা থিতু হতে পারেননি। নিরশন দুই আর উপুল করেন ১০ রান।

মিডল অর্ডারে কুশল পেরেরার ৭২ বলে ৮১ রানের ইনিংস আর থিসারা পেরেরার ৩০ বলে ৪৯ রানে কিছুটা আশা দেখালেও বেশিদূর গড়ায়নি লঙ্কানদের রানের অংক।

প্রোটিয়া বোলারদের তোপের মুখে মাত্র ৩৪.৩ ওভারেই দশ উইকেট শেষ লঙ্কানদের। সংগ্রহ ১৯৩ রান।
কাগিসো রাভাদা নেন ৮ ওভারে ৪১ রান দিয়ে ৪ উইকেট। স্পিনার তাবারিজ সামসি নেন ৩৩ রান দিয়ে রাবাদার সমান ৪ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে খুব দ্রুতই ওপেনার হাশিম আমলার উইকেট হারায় প্রোটিয়ারা। আরেক ওপেনার কুইন্টন ডি কক করেন ৪৭ রান।

অধিনায়ক ফাফ ডু প্লেসিসের ৪৭ আর জেপি ডুমিনির অপরাজিত ৫৩ রানে ভর করে সিরিজের প্রথম জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে সফরকারীরা সময় নেয় মাত্র ৩১ ওভার। ৫ উইকেট হারিয়ে ১৯৬ করে দক্ষিণ আফ্রিকা।
সিরিজের দ্বিতীয় ম্যাচ একই মাঠে অনুষ্ঠিত হবে ১ আগস্ট।