‘রোজায় পণ্যের মজুত বেশি রেখেছি তাই দাম বাড়েনি’

0
120

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘গ্রামের মানুষ আমাকে বলেছেন, এবার নিত্যপণ্যের দাম সহনীয় ছিল। রোজার সময় এত পণ্যের মজুত রেখেছি তাই দাম বাড়েনি। তাই বাজার এবার স্বাভাবিক ছিল বলে গ্রামবাসী আমাকে জানিয়েছেন। সাংবাদিকরাও ভালো সংবাদ পরিবেশ করেছেন। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’

সোমবার (১৮ জুন) সচিবালয়ে নিজ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এবারের ঈদ ভালো হয়েছে। হাজার হাজার মানুষ গ্রামে গেছেন। সরকারের সামর্থ্য অনুযায়ী আমরা সাহায্য করেছি। অনেকে মনে করেন, সামনে নির্বাচন তাই সাহায্য-সহযোগিতা করেছি। এটা ঠিক না। আমি প্রতি বছরই সামর্থ্য অনুযায়ী সাহায্য-সহযোগিতা করি।

তিনি বলেন, আমি অবাক ও বিস্ময়ের সঙ্গে এবার লক্ষ করেছি, আগামী নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে তৎপরতা ছিল অন্য কোনও দলের সে তৎপরতা চোখে পড়ে নাই। যারা আগামী নির্বাচনে প্রার্থী হবেন তারাও এলাকায় যাননি। কেন এটি হলো তা আমি জানি না।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খালেদা জিয়া জেলে আছেন। দুর্নীতির অভিযোগে আদালত তাকে সাজা দিয়েছেন। এখানে আমাদের কিছু করার নেই। দলের নেতারা তার মুক্তির জন্য কাজ করছেন। তারা এ মুক্তির জন্য আন্দোলনও করতে পারে। কিন্তু সেই আন্দোলন যদি ২০১৩, ২০১৪ সালের মতো করার কথা ভাবে তার সুযোগও নেই, সামর্থ্যও নেই।

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেবে না। কাজেই আগের মতো আন্দোলনের চিন্তা করা হবে ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নেওয়ার মতো আরেকটি ভুল। ওই নির্বাচনে অংশ না নেওয়ার কারণে বিএনপির এই নাজুক অবস্থা।