রোনালদোর দলবদল অসম্ভব ভেবেছিলেন কিয়েল্লিনি

0
368

স্পোর্টস ডেস্ক : পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদো এখন রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার। ইতালির ক্লাব জুভেন্টাসের হয়ে রোনালদো এরই মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছেন। রোনালদোর সম্ভাব্য মাঠে নামার দিনও (২৬ আগস্ট) ঠিক হয়ে গেছে। অথচ রিয়াল ছেড়ে রোনালদোর জুভেন্টাসে যোগ দেওয়ার গুঞ্জন শুনে ইতালির ডিফেন্ডার জর্জিও কিয়েল্লিনি এটাকে অসম্ভব মনে করেছিলেন।

বিশ্বকাপের আগে লিভারপুলের বিপক্ষে কিয়েভে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল জেতে রিয়াল মাদ্রিদ। পরপর তিনবার রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল জেতার পর রোনালদো বলেন, ‘রিয়ালের সঙ্গে থাকার সময়টা দারুণ ছিল।’ তখনই গুঞ্জন ওঠে-রোনালদো কী তবে রিয়াল ছাড়ছেন? সেই গুঞ্জনের সমাপ্তি করে সিআরসেভেন রিয়াল ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন।

তবে রোনালদোর জুভেন্টাসে আসার খবর শুনে প্রথমে বিশ্বাস করেননি জুভেন্টাস ডিফেন্ডার কিয়েল্লিনি। তিনি বলেন, ‘প্রথম যখন রোনালদোর জুভেন্টাসে আসার কথা শুনলাম আমার এক বন্ধুকে বলেছিলাম, নাহ, এটা অসম্ভব। একদিন পরে আমার মনে হয়েছিল, এটা বোধ হয় সম্ভব।’

রোনালদোকে দলে পাওয়ার ব্যাপারে ইতালির ডিফেন্ডার বলেন, ‘আমাদের কোচ এবং পরিচালকের কারণেই এটা সম্ভব হয়েছে। জুভেন্টাস প্রতি বছর একটু একটু করে সামনের দিকে এগুচ্ছে। আমাদের দলে রোনালদোর মতো একজন চ্যাম্পিয়নের দরকার ছিল। আমরা তাকে পেয়ে খুব উচ্ছ্বসিত। তার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি আমরা। আশা করছি রোনালদো আমাদের লক্ষ্য পূরণ করতে বিশেষ অবদান রাখবে।’

ওদিকে সাবেক জুভেন্টাস ডিফেন্ডার লিওনার্ডো বনুচ্চি আবার জুভেন্টাসে ফেরার জন্য ক্লাবের সঙ্গে যোগাযোগ করছেন। তবে কিয়েল্লিনি সে বিষয়ে কিছু জানেন না বলে জানান। তিনি বলেন, ‘সে আমার ভালো বন্ধু। একসঙ্গে আমরা সাতটি মৌসুম কাটিয়েছি। তবে তার ক্লাবে ফেরার ব্যাপারটা সহজ না। সে এসি মিলান থেকে এখানে ফিরবে কিনা তা ক্লাবের পরিচালকরা ভালো বলতে পারবেন।’