শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ

0
79

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে কুইন্স পার্ক ওভালে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ। টেল এন্ডারদের নিয়ে ডউরিচের ছোট ছোট পার্টনারশিপ এবং পরে রোচ, গ্যাব্রিয়েল, হোল্ডারের প্রাথমিক ধাক্কা, সব মিলিয়ে বর্তমানে শক্ত অবস্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম দিনে টসে জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৪৬ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। তারপর থেকে খেলতে নেমে ক্যারিবিয়ান দল ৮ উইকেটে ৪১৪ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। শতরান করে অপরাজিত থাকেন ডউরিচ। তাকে যোগ্য সঙ্গ দেন হোল্ডার, বিশু, কেমার রোচ।

দ্বিতীয় দিনে ‘নার্ভাস নাইন্টি’তে এসে ডউরিচ দীর্ঘ সময় ব্যয় করেন কেরিয়ারের দ্বিতীয় টেস্ট শতরানে পৌঁছতে। নব্বইয়ের ঘরে মোট ৪৩টি বল খেলার পর তিন অঙ্কে পৌঁছতে সক্ষম হন তিনি। ইনিংসে তিনি ১২টি বাউন্ডারি মারেন। অপর প্রান্তে জেসন হোল্ডার ৪০, দেবেন্দ্র বিশু ৪০ ও কেমার রোচ ৩৯ রান যোগ করেন।

শ্রীলঙ্কার হয়ে বল হাতে লাহিরু কুমারা ৯৫ রানের বিনিময়ে ৪ উইকেট নেন। ৫৫ রানে ২টি উইকেট নিয়েছেন লাকমল। একটি উইকেট নেন রঙ্গনা হেরাথ।

জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ১০ ওভারে ৩১ রানের বিনিময়ে ৩টি উইকেট হারিয়ে ফেলেছে। কুশল মেন্ডিসকে ৪ রানে আউট করেন গ্যাব্রিয়েল। কোনো রান করার আগেই কুশল পেরেরা কেমার রোচের শিকার হন। অ্যাঞ্জেলো ম্যাথিউজকে ১১ রানে ফেরত পাঠান হোল্ডার।