হাসপাতালের বেড থেকে ইরফান খানের মর্মস্পর্শী চিঠি

0
58

বিনোদন ডেস্ক : চলতি বছরের মার্চে টুইটারে নিজের ‘বিরল রোগে’ আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন বলিউডের তারকা অভিনেতা ইরফান খান। এরপর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত ভ্ক্ত-শুভাকাঙ্খিরা। বর্তমানে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

এর প্রায় তিন মাস পর আবারও একটি টুইট করে রোগের সঙ্গে নিজের লড়াই সম্পর্কে সবাইকে জানালেন ইরফান৷ হাসপাতালের বেড থেকেই টুইটারে এক মর্মস্পর্শী চিঠি লিখে নিজের বর্তমান অবস্থা জানালেন তিনি। খবর কলকাতা টোয়েন্টিফোরের।

ইরফান লিখেছেন, আমি হাসপাতালের যে ঘরটিতে ভর্তি রয়েছি, সেখানে একটা ব্যালকনি আছে৷ যেটি দিয়ে আমি প্রতিদিন বাইরের পৃথিবীটা দেখি৷ রাস্তার এক পাশে আমার হাসপাতাল৷ আমার ঘরের ঠিক পাশেই কোমা ওয়ার্ড৷ অন্যদিকে লর্ডস স্টেডিয়াম… সেখানে রয়েছে ভিভ রিচার্ডসের হাসিতে ভরা পোস্টার৷ …প্রথমবার বুঝতে পারছি স্বাধীনতার অর্থ কি৷

তিনি আরও লিখেছেন, আমি অসুস্থ জানার পর অনেকেই আমার জন্য প্রার্থনা করছেন৷ তাদের মধ্যে অনেকে আমাকে চেনেনও না৷ কিন্তু সকলের প্রার্থনা– জীবনদায়ী শক্তি হয়ে আমার স্পাইনাল কর্ডের মাধ্যমে ভিতরে প্রবেশ করে মস্তিষ্কে পৌঁছে যাচ্ছে৷ জীবনকে খুব কাছের থেকে অনুভব করতে পারছি৷

তবে ইরফান খানের অসুস্থতা নিয়ে যখন সবাই চিন্তিত, তখন পরিচালক সুজিত সরকার দিলেন ভালো খবর। সম্প্রতি এই পরিচালক জানান, চিকিৎসায় ইরফান সাড়া দিচ্ছেন। আগামী মাসেই ইরফানকে দেখতে দেশ ছাড়বেন তিনি।