৫০ লাখ টাকা মূল্যমানের পণ্য চালান আটক

0
133

নিউজ ডেস্ক : ৫০ লাখ টাকা মূল্যমানের পণ্য চালান আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃক পক্ষ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার এ চালন আটক করা হয়।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক (ডিজি) ড. মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর আঞ্চলিক কার্যালয় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

আমদানিকারক প্রতিষ্ঠানের (ফাহিম, ৩, পশ্চিম তেজতুরী বাজার, ঢাকা, সি অ্যান্ড এফ এজেন্ট ঝলক অ্যান্ড ব্রাদার্স, বি/ই নং ১৪৯৭৬৭) ঘোষণায় Long Hinge, Glass Wheel, Push Magnet ইত্যাদি পণ্য আমদানিকৃত চালানে উল্লেখিত পরিমাণের চেয়ে বেশি।

শুল্ক গোয়েন্দার হস্তক্ষেপে আমদানিকারকের মনোনীত সিএন্ডএফ এজেন্ট এর উপস্থিতিতে শুল্ক গোয়েন্দা কর্তৃক চালানটি শতভাগ কায়িক পরীক্ষা করা হয়।

পরীক্ষণে উল্লিখিত আইটেম সমূহে ৩৪.৮৮ টন পণ্য পাওয়া যায়, যা ঘোষণা হতে ৭০শতাংশ বেশি। পণ্য চালানটি মিথ্যা ঘোষণায় আমদানিকৃত মর্মে ন্যায় নির্ণয়ন এবং প্রযোজ্য শুল্ক করাদি আদায়ের জন্য চট্টগ্রাম কাস্টম হাউজ বরাবর প্রতিবেদন প্রেরণ করা হচ্ছে। সূত্র : আরটিভি অনলাইন