আরও তিনটি ব্যালন ডি’অর জিততে চান রোনাল্ডো

0
154

স্পোর্টস ডেস্ক : বয়স হয়েছে ৩৩। এ বয়সে বুট জোড়া তুলে রাখার প্রস্তুতি নেন ফুটবলাররা। সেখানে উল্টো চিন্তা করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। খেলতে চান আরও দীর্ঘদিন। অবসরের আগে শোকেসে ভরতে চান আরও তিনটি ব্যালন ডি’অর।

গত বছর পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন রোনাল্ডো। এ নিয়ে ফুটবলের সবচেয়ে মর্যাদার পুরস্কারটি জেতার দৌড়ে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে ধরে ফেলেছেন তিনি। পর্তুগিজ উইঙ্গার বলছেন, পাঁচবার ব্যালন ডি’অর জেতার কথা স্বপ্নেও ভাবিনি। এখন ক্যারিয়ার শেষ করতে পারলে আমি সুপার খুশি হতাম। যদি আরও একটি, দুটি বা তিনটি ব্যালন ডি’অর জিততে পারতাম, তা হলে জীবনে আনন্দিত হতাম।

ক্যারিয়ারে সব শিরোপাই জিতেছেন রোনাল্ডো। দখলে আছে একাধিক চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ, লা লিগা, প্রিমিয়ার লিগ ও কোপা ডেল রে শিরোপা। দলীয় এসব অর্জনের সুবাদে পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন তিনি। এবারও তা জিততে দলীয় অর্জনের দিকে তাকিয়ে আছেন সিআর সেভেন- এ ট্রফি জিততে এখনও আমি আত্মবিশ্বাসী। তা জেতার দৌড়ে প্রতিযোগিতা করার মতো সক্ষমতা আমার আছে। চলতি বছর শিরোপাগুলো দল জেতার ওপরই সব কিছু নির্ভর করছে। আমি যেসব স্বপ্ন দেখেছি, সেসবই অর্জন করেছি।

দুয়ারে কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপ। ২০১৬ সালে পর্তুগালকে ইউরো শিরোপা জেতানোর পর একক নৈপুণ্যে দেশকে আসন্ন বিশ্বকাপের টিকিট পাইয়ে দিয়েছেন তিনি। ফুটবলের রঙ্গমঞ্চে ভালো করতে আশাবাদীও হালের ক্রেজ, সততার সঙ্গেই বলছি; ২০১৮ বিশ্বকাপে আমরা ফেভারিট নই। এখানে প্রতিদ্বন্দ্বিতা করবে ব্রাজিল, স্পেন, জার্মানি, আর্জেন্টিনার মতো দল। তবে ফুটবলে সব কিছুই সম্ভব।