ওয়ানডে খেলতে ওয়েস্ট ইন্ডিজে মুস্তাফিজ-আনামুল

0
122

স্পোর্টস ডেস্ক: দুজনই দীর্ঘ দিন পর ফিরেছেন ক্রিকেটে। মুস্তাফিজের ইনজুরির কারণে চলমান টেস্ট সিরিজে না থাকলেও আনামুল সর্বশেষ জানুয়ারিতে দেশের মাটিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরেজের দলে ছিলেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুজনই ডাক পেয়েছেন ওয়ানডে দলে। গতকাল শুক্রবার রাতে একসঙ্গে উড়াল দিয়েছেন দ্বীপ দেশটির দিকে। এর আগে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন জাতীয় দলের চার ক্রিকেটার— সাব্বির, মোসাদ্দেক, আবু হায়দার রনি ও নাজমুল অপু।

জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজে আনামুল তিন বছর পর দলে ডাক পেয়েছিলেন। মাঝে ছয় মাস কোনো ওয়ানডে খেলেনি বাংলাদেশ। টি-২০ খেললেও দলে ছিলেন না বিজয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই প্রায় ছয় মাস পর ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ।

মুস্তাফিজ ইনজুরি থেকে ফিরে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে নিজেকে ঝালিয়ে নিয়েছেন ভালোভাবেই। আইপিএল থেকে ইনজুরি নিয়ে ফিরে ক্রিকেটের বাইরে ছিলেন ফিজ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২২ জুলাই। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ও ২৮ জুলাই। ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে কিংস্টনে ১৯ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ওয়ানডে দল : মাশরাফি বিন মোর্তুজা (অধিনায়ক), সাকিব আল-হসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, আনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসাইন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমূল ইসলাম অপু, রুবেল হোসাইন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আবু জায়েদ চৌধুরী।