পাকিস্তানে রোববার শোক দিবস ঘোষণা

0
162

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে নির্বাচনী সমাবেশে বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৫০ জনে দাঁড়িয়েছে। শুক্রবারের এই সন্ত্রাসী হামলায় পাকিস্তান সরকার রোববার জাতীয় শোক দিবস ঘোষণা করেছে। শনিবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ ঘোষণা দেয়া হয়। খবর ডন।

পাকিস্তানের ডন পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত হামলায় ১৫০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ঘোষণা বলা হয় যে, রোববার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সাধারণ নির্বাচন উপলক্ষে সম্প্রতি সন্ত্রাসী হামলায় এ পর্যন্ত ১৫০ নিহত হওয়ার কারণে সরকার এ ঘোষণা করে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি নির্দেশনায় মিনিস্ট্রি অব ইন্টেরিয়র রোববার জাতীয় শোক দিবস ঘোষণা করে।
উল্লেখ্য, ২৫ জুলাই পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক নির্বাচন। তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী সংঘাত বেড়েই চলেছে।