দুর্নীতির অভিযোগে নওয়াজ শরীফের জামাতা গ্রেপ্তার

0
84

অনলাইন ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জামাতা মুহাম্মাদ সফদারকে গ্রেপ্তার করা হয়েছে।দুর্নীতির অভিযোগে রবিবার তাকে গ্রেপ্তার করে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)।

জানা গেছে, দুর্নীতির মাধ্যমে লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট কেনার মামলায় মুহাম্মাদ সফদারকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে তাকে কারাগারে পাঠানো হয়েছে। পাকিস্তানের আদালত শুক্রবার তার বিরুদ্ধে এক বছরের কারাদণ্ড দেয়। কিন্তু তিনি আত্মগোপনে থাকায় গ্রেপ্তারে দেরি হয়েছে।

এনএবি জানিয়েছ, যেসব ব্যক্তি সফদারকে লুকিয়ে থাকতে সহায়তা করেছেন তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, সফরদারের কোনো ধরনের বক্তব্য সরাসরি সম্প্রচার না করতে পাক গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে এনএবি।

সূত্র: এনডিটিভি