রাশিয়ার স্বপ্নভঙ্গ, টাইব্রেকারে সেমিতে ক্রোয়েশিয়া

0
101

স্পোর্টস ডেস্ক: কোয়ার্টার ফাইনাল পর্বেই শেষ হলো স্বাগতিক রাশিয়ার বিশ্বকাপ জয়ের স্বপ্ন। বিশ্বকাপে শনিবার কোয়ার্টার ফাইনাল ম্যাচে টাইব্রেকারে রাশিয়াকে ৪-৩ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল ক্রোয়েশিয়া। ম্যাচটিতে নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতা থাকায় অতিরিক্ত ৩০ মিনিটে খেলা গড়ায়। এরপর অতিরিক্ত সময়ের খেলা শেষে ম্যাচে ২-২ সমতায় শেষ হয়। পরে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকারে জয় তুলে নেয় ক্রোয়েশিয়া।

এর আগে দ্বিতীয় রাউন্ডের ম্যাচেও ডেনমার্ককে টাইব্রেকারে পরাজিত করেছিল ক্রোয়েশিয়া। ১৯৯৮ সালে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল ক্রোয়েশিয়া। এবার তারা দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে উঠল। অন্যদিকে, দ্বিতীয় রাউন্ডের ম্যাচে স্পেনকে পরাজিত করেছিল রাশিয়া। কিন্তু কোয়ার্টার ফাইনালে এসে তারা জয় তুলে নিতে ব্যর্থ হলো।

সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে শনিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামে রাশিয়া। তাতে প্রথমার্ধের ৩১ মিনিটে গোল দিয়ে এগিয়ে গেছে স্বাগতিকরা। লিড নেয় ১-০ গোলের। এরপর ম্যাচের ৩৯ মিনিটের মাথায় গোল করে সমতায় ফেরে ক্রোয়েশিয়া।

ম্যাচের প্রথমার্ধে বক্সের বাইরে থেকে চেরিশেভ চোখ ধাঁধাঁনো এক গোল করেন। ক্রোয়েশিয়া গোলরক্ষক সুভাসিচ ঝাঁপিয়ে বলের লাইনে যাওয়ার সুযোগই পাননি। তাকিয়ে শুধু বল জালে জড়িয়ে যাওয়া দেখেন তিনি। এর ৮ মিনিট পরই ক্রামেটিচ দলকে সমতা এনে দেন। মানজুকিচের গোলের কোনা থেকে দারুণ ক্রসে হেড দিয়ে সমতায় ফেরে ক্রোয়াটরা। অতিরিক্ত সময়ের ১০০ মিনিটে ভিদা হেড থেকে লিড এনে দেন ক্রোয়েশিয়াকে। এরপর ম্যাচের ১১৫ মিনিটে হেড থেকে গোল করে সমতায় ফেরে রাশিয়া।

আগামী বুধবার মস্কোর লুজনিকি স্টেডিয়াম সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে ক্রোয়েশিয়া।