রোনালদোর চোট, জিদান জানালেন তেমন কিছু নয়

0
95

স্পোর্টস ডেস্ক : রোববার রাতে বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোর ম্যাচ চলাকালীন চোটে পড়েন রোনালদো। জিদান বলছেন শিগগিরই সুস্থ হয় উঠবে তাঁর শিষ্য।

রোববার রাতে বার্সেলোনার বিপক্ষে রোনালদোর চোট রিয়াল মাদ্রিদ সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তবে এ নিয়ে মোটেও চিন্তিত নন কোচ জিনেদিন জিদান। লিভারপুলের বিপক্ষে রোনালদোকে পুরোপুরি ফিট পাওয়া যাবে বলেই জিদানের বিশ্বাস।

মৌসুমে লা লিগার স্বপ্ন শেষ অনেক আগেই। রিয়াল মাদ্রিদ এখন তীর্থের কাকের মতো চেয়ে আছে চ্যাম্পিয়নস লিগ শিরোপার দিকে। সে লক্ষ্যে ঠিকঠাক এগোচ্ছে জিদান বাহিনী। লিভারপুলকে হারাতে পারলেই শিরোপা রিয়ালের। চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জন্য রোনালদো যে কত বড় অস্ত্র সেটা তাঁর গোল সংখ্যাই বলে দেয় (এই মৌসুমে ১৫টি)। আর তাই ফাইনালের আগে রোনালদোর চোটে পড়া মানে রিয়াল ভক্তদের ঘুম হারাম হওয়া। তবে জিদান জানালেন ভয়ের কিছু নেই। রোনালদো নিজের মতো করেই ফিরবেন।

অঘটনটি ঘটে বার্সেলোনার বিপক্ষে ম্যাচের ১৪তম মিনিটে। সেসময় রোনালদোর গোলেই ১-১ গোলে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। গোল করার সময় পড়ে গিয়ে গোড়ালিতে চোট পান রিয়াল আক্রমণের এই মূল অস্ত্র। প্রথমার্ধ পুরোটা খেলালেও এরপর আর ঝুঁকি নিতে চাননি জিদান।

দ্বিতীয়ার্ধে রোনালদো বেঞ্চে বসেই খেলা দেখেন। রোনালদোর চোট রিয়াল সমর্থকদের ভাবিয়ে তুললেও ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন জিদান। ম্যাচ শেষে বললেন, ‘ওর সুস্থ হতে ঠিক কত দিন লাগবে আমি এখনো জানি না। তবে ওর মতো খেলোয়াড়ের জন্য এটা মামুলি ব্যাপার।’

ডাক্তারদের প্রতিবেদনের পরই চোটের বিষয়ে বিস্তারিত বলা যাবে বলে জানান জিদান, ‘পরীক্ষা করার পরই সব বলা যাবে। আমি যত দূর দেখেছি ওর পায়ের গোড়ালিতে চোট লেগেছে। চোটের ব্যাপারে রোনালদো নিজেও খুব একটা চিন্তিত নয়। গোড়ালি সামান্য ফুলে গেছে। তবে সে বলছে এটা বড় কিছু নয়।’

রোনালদো-জিদানদের কথা সত্যি হলে লিভারপুলের বিপক্ষে স্বরূপে ফিরবেন পর্তুগিজ সেনা। দলকে জেতাবেন টানা তৃতীয় চ্যাম্পিয়নস লিগ শিরোপা। রিয়াল মাদ্রিদ ভক্তদের আপাতত এটাই তো চাওয়া।